ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পিডিবি-আরইবি’র অপারেশন একই এলাকায় নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
পিডিবি-আরইবি’র অপারেশন একই এলাকায় নয়

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অপারেশন একই এলাকায় না থাকাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অপারেশন একই এলাকায় না থাকাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ নভেম্বর) শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

‘বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন, পুনর্বাসন ও নিবিড়িকরণ (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্পে’র অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪০৩ কোটি ৮৩ লাখ টাকা। এ প্রকল্পের এলাকা আরইবি’র আওতাধীন ৪২টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)।

একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, পিডিবি এবং আরইবি একই এলাকায় থাকাটা সাংঘর্ষিক। এছাড়া নানা ধরনের সমস্যাও হয়। তবে যদি থাকে তবে বিদ্যুতের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে।

একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, পিডিবি এবং আরইবি একই এলাকায় না থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ৫১৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ‘গ্যাস ট্রান্সমিশন ক্যাপাসিটি
এক্সপানশন-আশুগঞ্জ টু বাখরাবাদ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, গ্যাস বিতরণের জন্য যত প্রকল্প নেওয়া দরকার এখনই নিতে হবে। আপনার দ্রুত এই বিষয়ে প্রকল্প নিয়ে আসেন। কারণ, এখন স্টিলের দাম কম। গ্যাস পাইপ নির্মাণে ব্যয়ও কম হবে।

** একনেকে ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।