ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

থাইল্যান্ড প্যাভিলিয়নে ‘মামা নুডলস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
থাইল্যান্ড প্যাভিলিয়নে ‘মামা নুডলস’ ছবি : দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিদেশি পণ্য জোনের থাইল্যান্ড প্যাভিলিয়নের একটি স্টলে শুধুই ‘মামা নুডলস’ বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ওই প্যাভিলিয়নে গিয়ে জানা যায়, দেশীয় কল্লোল গ্রুপ ও থাইল্যান্ডের মামা গ্রুপ যৌথভাবে মামা নুডলস তৈরি করে।



প্যাভিলিয়ন থেকে জানা যায়, এছাড়া মেলা উপলক্ষে পাঁচটি স্বাদের মামা নুডলস কিনলে রয়েছে বাটি ও পানির পট ফ্রি।

মামা নুডলসের বড় প্যাকেটগুলোতে চার, ছয়, আট ও দশ পিস নুডলস রয়েছে।

চার পিস নুডলসের চারটি প্যাকেট কিনলে চারটি ছোট বাটি ফ্রি। এছাড়া ছয় পিস নুডলসের চারটি প্যাকেট কিনলে দুই পিস বড় বাটি ও দুই পিস পানির পট ফ্রি দেওয়া হচ্ছে।

তবে মেলায় শুধু চার ও ছয় পিসের নুডলস প্যাকেট পাওয়া যাচ্ছে।

চার পিস নুডলসের প্যাকেটের মূল্য ৬৬ টাকা, ছয় পিসের মূল্য ৯৮ টাকা, আট পিসের মূল্য ১৩০ টাকা ও দশ পিস নুডলসের মূল্য ১৬০ টাকা।

মামা নুডলসের সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) তানভীর হোসেন বলেন, বাণিজ্য মেলায় শুধু নুডলস নিয়ে স্টল মামা নুডলসের। স্টলে চিকেন, তন্দুরি, মাসালা, হট অ্যান্ড স্পাইসি ও টমইয়াম শ্রিম্প- এই পাঁচ স্বাদে মামা নুডলস পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এফবি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।