ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্যানারি মালিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্যানারি মালিকরা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের বিষয়টি নিয়ে কথা বলতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে বসেছেন ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’র (বিএফএলএলএফইএ) নেতারা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে শিল্পমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকে বসেন তারা।



বৈঠকে বিএফএলএলএফইএ'র সভাপতি মহিউদ্দিন মাহমুদ মাহিনসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে রোববার (১০ জানুয়ারি) হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে নিতে ব্যর্থ হলে কারখানা বন্ধসহ শিল্পনগরীতে কারখানা মালিকদের নামে প্লট বরাদ্দও বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন আমির হোসেন আমু।

এদিকে, ট্যানারি মালিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও, সে সিদ্ধান্ত থেকে শিল্পমন্ত্রী সরে আসতে পারেন বলে ইঙ্গিত মিলেছে মঙ্গলবারের এই বৈঠক থেকে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএম/আরএইচএস/আরএইচ

** ট্যানারি স্থানান্তরের সময় বাড়ছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।