ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈশ্বরদীতে ব্যাংক এশিয়ার শীতবস্ত্র বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ঈশ্বরদীতে ব্যাংক এশিয়ার শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): ব্যাংক এশিয়া ঈশ্বরদী শাখার উদ্যোগে প্রায় চারশ’ দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে পাবনার ঈশ্বরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।



এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজার শহিদুল ইসলাম।

শীতবস্ত্র বিতরণের আগে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী কে এম আব্দুল লতিফ, আবু বাসার সিদ্দিকী, আসলাম উদ্দিন, শফিকুল ইসলাম মিন্টু, ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা শামসুর রহমান, সমাজসেবী রোকনুজ্জামান খান পাভেল, সাংবাদিক সেলিম সরদার ও মহিদুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।