ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘দূরন্ত বাইসাইকেলে’ ১০ শতাংশ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
‘দূরন্ত বাইসাইকেলে’ ১০ শতাংশ ছাড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে: এবারের মেলায় সব বসয়ীদের উপযোগী ২৬ ধরনের ও বিভিন্ন রংয়ের বাইসাইকেল নিয়ে বসেছে আরএফএল। ‘দূরন্ত বাইসাইকেল’ নামে মেলা উপলক্ষে এতে ১০ শতাংশ ছাড়া দিয়েছে কোম্পানিটি।



সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরের মেলা প্রাঙ্গণ ঘুরে এ তথ্য জানা যায়।

দূরন্ত বাইসাইকেল স্টলের ইনচার্জ মো. কামাল বাংলানিউজকে বলেন, এবারের বাণিজ্য মেলায় নতুন ১২টিসহ দূরন্তের মোট ২৬ ধরনের সাইকেল পাওয়া যাচ্ছে। সব বয়সী লোকের জন্য উপযোগী করে সাইকেলগুলো তৈরি করা হয়েছে।

এসব সাইকেলের সর্বনিম্ন মূল্য ৪ হাজার ৭’শ টাকা ও সর্বোচ্চ ৩৫ হাজার টাকা জানিয়ে তিনি বলেন, মেলা উপলক্ষে সব সাইকেলের ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
 
কামাল জানান, শিশুদের চালানোর উপযোগী সুন্দর মডেল ও রংয়ের সাইকেল, কিশোরদের জন্য গিয়ার ও ইলেকক্ট্রিক সাইকেলও রয়েছে।

অন্যদিকে, মেলায় আরও সাত ধরনের নতুন সাইকেল প্রদর্শনী করছে দূরন্ত। কয়েক মাসের মধ্যে সেসব বাজারের আসবে। নতুন এসব সাইকেলের দাম পড়বে ১২ হাজার থেকে ২৫ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
টিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।