ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহ্জালাল ইসলামী ব্যাংকে ডিএমডি পদে নতুন মুখ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
শাহ্জালাল ইসলামী ব্যাংকে ডিএমডি পদে নতুন মুখ

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন এবং আব্দুল আজিজ পদোন্নতি পেয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এর আগে মো. শাহজাহান সিরাজ শাহ্জালাল ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান, এম আখতার হোসেন এসইভিপি, আন্তর্জাতিক ও ব্যাংকিং অপারেশনস বিভাগের প্রধান এবং আব্দুল আজিজ এসইভিপি ও ঢাকায় ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।