ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক বাণিজ্যমেলা

ইফাদের এক প্যাকেজে ফ্যামিলি শপ

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
ইফাদের এক প্যাকেজে ফ্যামিলি শপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাণিজ্যমেলা থেকে: মাত্র ৩শ‘ টাকায় যদি হয় ফ্যামিলি শপিং ! এর মধ্যে যদি থাকে আটা, ময়দা, লবণ, সুজি আর ফ্যামিলি প্যাক নুডুলস!

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) উপলক্ষে সাতটি পণ্যের প্যাকেজে এ ‘বিশেষ অফার’ দিচ্ছে দেশীয় কোম্পানি ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড।

এছাড়া ক্রেতাদের পছন্দ আর চাহিদা নিরূপণে ১ থেকে ৫শ’ টাকার আরো চারটি ‘বিশেষ প্যাকেজ’ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

প্যাকেজটি নিতে বাণিজ্যমেলায় ইফাদের স্টলে ভিড় করছে খাদ্য রসিকরা।

প্যাভেলিয়ানের ইনচার্জ মোনায়েম খান বাংলানিউজকে জানান, আমরা চেষ্টা করি প্রত্যেক মেলায় একটি পরিবারের চাহিদা অনুযায়ী প্যাকেজ দেওয়ার।

তিনি বলেন, দুই কেজি আটা, এক কেজি ময়দা, আধা কেজি সুজি, এক কেজি লবণ, চিকেন মাসালা, স্টিক নুডলস দিয়ে সাজানো হয়েছে ফ্যামিলি প্যাকেজ। সাত আইটেমের প্যাকেজটির মূল্য ৩৭৩ টাকা। মেলায় আমরা মাত্র ৩শ’ টাকা দিচ্ছি। প্যাকেজটিতে বেশ সাড়া পাওয়া যাচ্ছে। গৃহিণীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে প্যাকেজটি।

এছাড়া বিস্কুট, টোস্ট, চিপস ও নুডলসসহ ১১ প্যাকেটে ৬শ’ টাকার প্যাকেজে ১শ’, বিস্কুট, টোস্ট, নুডলস ৭ প্যাকেটের প্যাকেজে ৯০, ৯ প্যাকেট বিস্কুট প্যাকেজে ৫১ ছাড় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্যাকেজ ছাড়াও ৩ ফ্লেভারের কেক ও ৩ ফ্লেভারের চিপস এনেছে ইফাদ ফুড। এছাড়া কাজো বিস্কুট, অরেঞ্জ, চিজি বাইস, চকো চিপস ক্রেতারা বেশি খুঁজছে বলেও জানান তিনি।

ফ্যামিলি প্যাকেজ কিনলেন বেসরকারি চাকরিজীবী রিনা-কামাল দম্পতি। এক সাথে সাশ্রয়ী প্যাকেজ পেয়ে বেশ খুশি তারা।

ইফাদ ফুডের প্রশংসা করে রিনা বলেন, ইফাদের আটা, ময়দা, সুজির মান ভালো। রয়েছে নুডলস এর ভিন্ন ফ্লেভার। এত ছাড় দোকানে পাই না।

৫শ’ টাকার কম্বো প্যাকেজ কিনলেন আজিজুল হক নামের শ্যামলী এলাকার একজন ফল ব্যবসায়ী। সন্তানদের পছন্দ ইফাদের নুডলস। তাই কিনলেন এ কম্বো প্যাকেজ।

ইফাদ ফুডের ব্র্যান্ড প্রমোটর শাম্মী ইসলাম রুনা বাংলানিউজকে জানান, বাজারে অন্য কোম্পানির ফুডের চেয়ে ইফাদের সব ফুডের মান অনেক ভালো। ক্রেতাদের চাহিদা নিরূপণে বদ্ধ পরিকর আমরা।

তিনি বলেন, গতবছরের চেয়ে এবার পরিস্থিতি ভালো থাকায় ভালো সাড়া পাওয়া যাবে। ক্রেতারাও লোভনীয় প্যাকেজ লুফে নিচ্ছে। দুই দিনে ভালো সাড়া পাওয়া গেছে, আশা করি শেষ পর্যন্ত আরো ভালো সাড়া পাওয়া যাবে।

১৯৮৫ সাল থেকে অটোমোবাইলের ব্যবসা শুরু করলেও ২০০৭ সালে ইফাদ ফুড লিমিটেডের বিভিন্ন খাদ্য পণ্য বাজারে আসে। কোম্পানিটির ফ্যাক্টরি আশুলিয়ায়।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
আরইউ/আরআই

** পোলারে ছাড়, ফ্রি হোম ডেলিভারি
** ওয়ালটন প্যাভিলিয়নে এলিয়ন!
** নাভানায় নতুন পণ্যের শোভা, সর্বোচ্চ ছাড়
** চালু হয়নি বেশিরভাগ বিদেশি প্যাভেলিয়ন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।