ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল ৪২ মেট্রিক টন আলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল ৪২ মেট্রিক টন আলু

পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এবার নেপালে রপ্তানি করা হয়েছে বাংলাদেশি ৪২ মেট্রিক টন আলু।  

রোববার (১৯ জানুয়ারি) রাতে আলু রপ্তানির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

 

এর আগে একই দিন দুপুরে বন্দরটি দিয়ে ‘থিংকস টু সাপ্লাইথ’ নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আলু রপ্তানি করেছে বলে জানা গেছে।

আরও জানা গেছে, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ রংপুর বিভাগের বেশ কয়েকটি এলাকা থেকে আলু সংগ্রহ করে রপ্তানিকারক প্রতিষ্ঠান নেপালের ঝাপা বার্টামোড এলাকায় এপেকসা সবজি ভাণ্ডারে পাঠিয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বাংলানিউজকে বলেন, রোববার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৪২ মেট্রিক টন আলু নেপালে গেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

সড়ক পথে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসা করায় সুবিধাজনক অবস্থানে রয়েছে এ বন্দর।
এ বন্দর দিয়ে মাঝে মধ্যে নিত্যপ্রয়োজনী জিনিসপত্র আমদানি-রপ্তানি হয়ে থাকলেও সব চেয়ে বেশি আমদানি করা হয় ভারত ও ভুটান থেকে পাথর।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।