ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাশিয়া-মরক্কো থেকে আসবে ৭০ হাজার টন সার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
রাশিয়া-মরক্কো থেকে আসবে ৭০ হাজার টন সার ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া ও মরক্কো থেকে ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৯৬ কোটি ৫ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।

এর মধ্যে রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি এবং মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার ‘প্রডিনটর্গ’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব দেওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়।  

এ সারের মোট ক্রয়মূল্য ধরা হয়েছে ১০৬ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। প্রতি টন এমওপি সারের দাম ধরা হয়েছে ২৯২ দশমিক ১২ ডলার।

বৈঠকে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রোক্রপস ও বিএডিসির মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানির আরেকটি প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবেও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

এই ডিএপি সারের ক্রয়মূল্য ধরা হয়েছে ২৮৯ কোটি ১৪ লাখ টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৫৯২ দশমিক ৫০ ডলার।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।