ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইআরএফের নতুন সভাপতি মালা, সম্পাদক কাশেম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
ইআরএফের নতুন সভাপতি মালা, সম্পাদক কাশেম

ঢাকা: অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা ও বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।  

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ মিলনায়তনে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ।

ইআরএফের মোট ভোটার সংখ্যা ২১৪ জন। দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১৯৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে দৌলত আক্তার মালা ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রিফায়েতুল্লাহ মিরধা পান ৮২ ভোট।  

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আবুল কাশেম পান ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ অবদার ঘরের মো. মিজানুর রহমান পান ৪৮ ভোট।

সহ-সভাপতি পদে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন নয়া দিগন্তের সিটি এডিটর মো. আশরাফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল ৭১ এর কাজী আজিজুল ইসলাম  পান ৭৫ ভোট।

১২৬ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নতুন সময়ের সিনিয়র রিপোর্টার মো. আলমগীর হোসেন পান ৬৫ ভোট।

১০১ ভোট পেয়ে অর্থ সম্পাদক হয়েছেন আমাদের অর্থনীতির বিশেষ প্রতিনিধি  আমিনুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়া দিগন্তের সিনিয়ার রিপোর্টার মো. শাহ আলম নূর পান ৮১ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন প্রশিক্ষণ সম্পাদক সকাল সন্ধ্যা ডট কমের সিনিয়র রিপোর্টার মো. শাফায়াত হোসেন।

নির্বাচনে চারজন সদস্য নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- ডেইলি নিউএজের বিশেষ প্রতিনিধি এএসএম মইনুল ইসলাম, দৈনিক আজকালের খবরের জাকির হোসেন, জাগো নিউজের চীফ রিপোর্টার ইব্রাহিম হোসেন (অভি) ও ফ্রিল্যান্সার কায়েস মাহমুদ সোহেল।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।