ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নওগাঁর বাজারে আগাম জাতের আলু, লাভবান কৃষক

তৌহিদ ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
নওগাঁর বাজারে আগাম জাতের আলু, লাভবান কৃষক

নওগাঁ: নওগাঁর বাজারে আসতে শুরু করেছে আগাম জাতের আলু। এতে করে ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন কৃষক।

নওগাঁর খুচরা বাজারে প্রতি কেজি আলু ২০০ টাকা করে বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন হাট থেকে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি আলু ১২০ থেকে ১৩০ টাকায় ক্রয় করছেন। সেই আলু খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি ১৫০ টাকায় বিক্রি করছেন। খুচরা ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে বিক্রি করছেন প্রতিকেজি আলু ২০০ টাকায়।  

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রতি হেক্টর জমি থেকে ১২ মেট্রিক টন হিসেবে জেলায় মোট ৪৮ হাজার ৭২০ মেট্রিক টন আলু উৎপাদিত হবে।  

সদর উপজেলার হাপানিয়া এলাকার কৃষক শহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে ১ বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছেন তিনি। মৌসুমের শুরুতে অসময়ের বৃষ্টির প্রভাবে কিছুটা ক্ষতির মুখে পড়েছিল আলুর গাছ। যদিও সেটি কাটিয়ে উঠে ফলন হয়েছে মোটামুটি ভালো। এখন বাজারে নতুন আলুর চাহিদা রয়েছে। ফলে ভালো দাম পাওয়া যাচ্ছে।

উপজেলা ভিত্তিক আগাম জাতের আলু চাষের জমির পরিমাণ নওগাঁ সদর উপজেলায় ৬৫০ হেক্টর, রানীনগরে ১৫, আত্রাইয়ে ১ হাজার ৮শ, বদলগাছিতে ৩৫০, মহাদেবপুরে ২২০, পত্নীতলায় ১০, ধামইরহাটে ২৫০, সাপাহারে ৩৬০, পোরশায় ৫০, মান্দায় ২৫০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১০৫ হেক্টর।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, চলতি মৌসুমে জেলায় মোট ৪ হাজার ৬০ হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাত হিসেবে লাল পাপড়ি, সাদা পাপড়ি, সাইটা এবং ডায়মন্ড জাতের আলু চাষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।