ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে অগ্রাধিকার পাবে চীন: উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে অগ্রাধিকার পাবে চীন: উপদেষ্টা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন।

ঢাকা: বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে বড় অগ্রাধিকার পাবে চীন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন।  

রোববার (২৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে চীন। আমরা অধিক পণ্য রপ্তানির মাধ্যমে এ সুযোগকে কাজে লাগাতে চাই।

তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এদেশে বিনিয়োগ বৃদ্ধি ও মানুষের জন্য কাজের সুযোগ তৈরির মাধ্যমে চীনের সঙ্গে এদেশের সম্পর্কে অনন্য মাত্রা যোগ করেছে। মুক্তবাণিজ্য চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

চীনের রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে আরও পণ্য, বিশেষ করে—আম, পাট ও পাটজাত পণ্য ও চামড়া আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে চীন।  

আগামী বছরের জুলাইয়ে বাংলাদেশে একটি বড় প্রদর্শনী আয়োজন করতে চায় চীন উল্লেখ করে তিনি এ আয়োজনে বাণিজ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়াও রাষ্ট্রদূত চীনের আয়োজনে সেই দেশে অনুষ্ঠিত চায়না-ইউরোশিয়া বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা চান।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।