ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরায় চলছে বৈদ্যুতিক গাড়ি-বাইকের জমজমাট মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
বসুন্ধরায় চলছে বৈদ্যুতিক গাড়ি-বাইকের জমজমাট মেলা আইসিসিবিতে চলছে বৈদ্যুতিক গাড়ি-বাইকের জমজমাট মেলা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: পরিবেশ সম্মত, সাশ্রয়ী ও সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক গাড়ি, মোটরবাইক ও স্কুটার প্রদর্শনীর মেলা চলছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।  

মেলায় বিভিন্ন ধরনের বৈদ্যুতিক গাড়ি ও বাইকের ব্যবসা সংশ্লিষ্ট ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় ১২০টি স্টলে এসব প্রতিষ্ঠানে তাদের গাড়িগুলো প্রদর্শিত হচ্ছে।  

বৃহস্প‌তিবার (৭ নভেম্বর) দুপুরে আইসিসিবিতে বিইভিএমএক্স-২০২৪ এবং বিমেক্স-২০২৪ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন ক‌রেন বাংলাদেশ ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফ‌বি‌সি‌সিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান।

 ছবি: শাকিল আহমেদ

মেলা চলবে বৃহস্পতি, শুক্র ও শনিবার- তিন‌ দিনব্যাপী। থাকছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি, গ্রিন প্রযুক্তি।  

মেলায় উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো - বিওয়াইডি, আকিজ মোটর, ফরচুনা মোটরস, অ্যাডভান্স ডাইনামিক, এসিই অটোমোবাইকের হাভাল, সালিডা ইলেকট্রনিক  ভ্যাহিক্যাল, প্রাণ আরএফএল মোটর্স ইত্যাদি।  

এর বাইরে উল্লেখযোগ্য ওয়াকার্স মাল্টি ব্রান্ড অ্যান্ড ওয়ার্কাসশোপ, সার্চিং স্টেশন ইউনিভার্সাল টেকনোলোজি। এনার্জি প্রতিষ্ঠান ফিলামেট ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

 ছবি: শাকিল আহমেদ

প্রদর্শনীতে আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পরিচালিত চালকবিহীন গাড়ির কার্যক্রম সাড়া ফেলেছে।  

মেলায় আকিজ মোটরস বিভিন্ন ধরনের থ্রি হুইলার, টু হুইলার মোটরবাইক প্রদর্শন করছে। সঙ্গী নামের একটি আকর্ষণীয় থ্রি হুইলার বাহন মেলায় এনেছে প্রতিষ্ঠানটি। সামনে ড্রাইভারসহ দুইজন পেছনে বসতে পারবে। দাম রাখা হয়েছে তিন লাখ ৪৫ হাজার টাকা। একবার চার্জ দিলে সঙ্গী ৮০ কিলোমিটার চলতে পারে।

 ছবি: শাকিল আহমেদ

মেলায় আনা হয়েছে গ্যাসচালিত গাড়ি। চীনা ব্র্যান্ড হাভালের অরা-ইভি ও জলিয়ান মডেলের গাড়ি দুটির বিভিন্ন দিক খতিয়ে দেখছেন দর্শনার্থীরা। এ গাড়ির দাম পড়ছে ৫৮ লাখ টাকা। একবার চার্জ দিলে গাড়িটি চলে ৫০০ কিলোমিটার পর্যন্ত চলে। মেলা উপলক্ষে এর রেজিস্ট্রেশন ফি ফ্রি।  

 ছবি: শাকিল আহমেদ

অপর চীনা বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিওয়াইডি গাড়ি মেলায় এনেছে দেশীয় গাড়ি বাজারকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইল। গাড়িটির দাম ৫০ লাখ টাকা। একবার চার্জ দিলে ৪৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।  

নিরাপদ, পরিবেশ সম্মত, উন্নত প্রযুক্তির এসব গাড়ি খরচ সাশ্রীয়ও।

উদ্বোধনী অনুষ্ঠানে এফ‌বি‌সি‌সিআই‌য়ের প্রশাসক মো. হাফিজুর রহমান ব‌লেন, প্রদর্শনীতে বিদেশি অনেক প্রতিষ্ঠান তাদের নতুন নতুন পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে। এতে দেশি-বিদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে পণ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয় হয়। এতে স্থানীয় শিল্পকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে। এ ধরনের প্রদর্শনী আরও আগে হওয়া প্রয়োজন ছিল।

তি‌নি জানান, ইলেকট্রনিক যানবাহন আমদানি ও উৎপাদনের ক্ষেত্রে বে‌শি ট্যাক্স একটি সমস্যা। আমরা এফ‌বি‌সি‌সিআই‌য়ের পক্ষ থেকে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে কথা বলব এবং ব্যবসা-বাণিজ্য সহজ করার জন্য সব ধরনের সহ‌যোগিতা করব।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
জেডএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।