ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সার্কফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসনের দায়িত্ব নিলেন গভর্নর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
সার্কফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসনের দায়িত্ব নিলেন গভর্নর

ঢাকা: সার্কফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।  গত ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ৪৬তম সার্কফাইন্যান্স গভর্নর্স গ্রুপ মিটিং থেকে আগামী এক বছরের জন্য দায়িত্ব তাকে দেওয়া হয়।

 

তিনি সার্কফাইন্যান্স নেটওয়ার্কের পূর্ববর্তী চেয়ার সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার কাছ থেকে সার্কফাইন্যান্সের চেয়ার কান্ট্রি হিসেবে দায়িত্ব নেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের সহকারী মুখপাত্র ও পরিচালক সাঈদা খানমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ৪৫তম সার্কফাইন্যান্স গভর্নর্স গ্রুপ মিটিংয়ে সার্কভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অনুরোধে সার্কফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ার কান্ট্রি হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে বাংলাদেশ সম্মতি জানিয়েছিল।

রাষ্ট্র-সরকারপ্রধানদের অংশগ্রহণে ১০ম সার্ক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সার্কভুক্ত আটটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ সচিবদের সমন্বয়ে ১৯৯৮ সালে সার্কফাইন্যান্স নেটওয়ার্ক গঠিত হয়।  

সামষ্টিক অর্থনীতির খাতগুলোর বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণে সার্কভুক্ত দেশগুলোর অভিজ্ঞতা ও মতামত আদান-প্রদান করাই এ নেটওয়ার্কের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
জেডএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।