ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর অব্যাহতি সুবিধা পেল গ্রামীণ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
কর অব্যাহতি সুবিধা পেল গ্রামীণ ব্যাংক

ঢাকা: আয়কর অব্যাহতি সুবিধা ফিরে পেলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। এ সুবিধা গ্রামীণ ব্যাংক ভোগ করবে ২০২৯ সাল পর্যন্ত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গ্রামীণ আইন-২০১৩ এর ধারা ৪ মোতাবেক গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে এ আইনের অধীনে আরোপনীয় আয়কর থেকে অব্যাহতি দেওয়া হলো। এ সুবিধা ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

১৯৮৩ সালে সামরিক অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ ব্যাংক কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ৩৩ ধারার আওতায় সুযোগটি পেয়ে আসছিল প্রতিষ্ঠানটি। ২০১৩ সালে অধ্যাদেশকে আইনে পরিণত করা হলেও ওই সুবিধার ধারা অব্যাহত ছিল। সবশেষ ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই সুবিধা বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।

রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনের মাধ্যমে গ্রামীণ ব্যাংক আবারও আয়কর সুবিধা ফিরে পেল।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।