ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০ বছর পর সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান পদে ফিরলেন এম এ কাশেম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
২০ বছর পর সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান পদে ফিরলেন এম এ কাশেম

ঢাকা: দীর্ঘ ২০ বছর পর বেসরকারি সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পদে ফিরলেন এমএ কাশেম।  

রোববার (২৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এমএ কাশেম চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।  

এছাড়া এম এ কাশেম দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি। তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান।

ব্যাংকটির দায়িত্বশীল কর্মকর্তারা জানায়, ২০২২ সালে পরিচালক পদ থেকে এমএ কাশেমসহ তিন জনকে সরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা সবাই ব্যাংকের পরিচালক পদ ফিরে পান।

সূত্রটি জানায়, ২০০৪ সাল থেকে টানা ২০ বছর সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আলমগীর কবির। এ সময় ব্যাংকের নীতিনির্ধারণী শীর্ষ পদ থেকে বিভিন্ন অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার পাশাপাশি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের পর্ষদে যুক্ত করার অভিযোগ উঠে।  

এমএ কাশেম সাউথইস্ট ব্যাংকের পর্ষদ থেকে বাদ দেওয়ার সময় পরিচালক হয়েছিলেন আঞ্জুমান আরা শহীদ। তিনি এর আগে আর্থিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। আঞ্জুমান আরা পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের স্ত্রী। চৌধুরী নাফিজ সরাফাত ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত।

২৫ সেপ্টেম্বর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের সভাপতিত্বে সাউথইস্ট ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় আলমগীর কবির, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রতিনিধি মনিরুজ্জামান খান ও এশিয়া ইনস্যুরেন্সের প্রতিনিধি রফিকুল ইসলাম পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। আলমগীর কবির আর ব্যাংকের চেয়ারম্যান পদে না থাকারও ঘোষণা দেন। এজিএমে অংশ নেননি আঞ্জুমান আরা শহীদ। তিনিও পরিচালক পদ হারাচ্ছেন। ব্যাংকের পরিচালকদের তালিকা থেকে এরইমধ্যে তাদের নাম সরিয়ে ফেলা হয়েছে।

এরপর রোববার পর্ষদের সভায় এমএ কাশেমকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এমএ কাশেম নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন।  

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
জেডএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।