ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাঁপাইনবাবগঞ্জে বাজুস নেতাদের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মে ২, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বাজুস নেতাদের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।  

বৃহস্পতিবার (২ মে) বিকেলে জেলা শহরের উদয়ন মোড়ে আলাউদ্দিন চাইনিজ অ্যান্ড ফাস্ট ফুড নামে একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে বাজুস জেলা কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।

 

বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মোস্তাকিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জয়নাল আবেদীন খোকন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. আলী হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজুস জেলা শাখার নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার মো. তোফাজ্জুল হক পিটু ও মোহা. ইয়াকুত আলম।  
এছাড়া বক্তব্য দেন- জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক নেতা শ্রী বাসুদেব নন্দীসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিন জুয়েলার্সের মালিক মো. আবুল কালাম আজাদ টুটুল।  

এসময় স্থানীয় স্বর্ণকাররা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জয়নাল আবেদীন খোকন বলেন, সনাতন পদ্ধতিতে স্বর্ণের ব্যবসা করা অপরাধ হবে। নিজেদের স্বার্থে, সবাইকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে ব্যবসা করতে হবে। পুরোনো স্বর্ণ কেনার সময় মেমো বা কমপক্ষে বিক্রেতার জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন নম্বর সংগ্রহে রাখতে হবে। কমিটিকে সচল রাখতে হবে।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।