ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খাবারে ভেজাল, শ্রীমঙ্গলে দুই রেস্তোরাঁকে জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
খাবারে ভেজাল, শ্রীমঙ্গলে দুই রেস্তোরাঁকে জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের কারণে দুইটি রেস্তোরাঁকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

বুধবার (২৭ মার্চ) শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোড, স্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে শ্রীমঙ্গল থানা পুলিশ।  

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ রোডে অবস্থিত শ্যামা সুইটমিট অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, স্টেশন রোডে অবস্থিত শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।  

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
বিবিবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।