ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেঁয়াজের বাজারে অভিযান, ৮৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
পেঁয়াজের বাজারে অভিযান, ৮৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পেঁয়াজের মূল্য বেশি রাখাসহ নানা অভিযোগে এসব অভিযানে ৮৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সরকারের এ তদারকি সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজারে অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মহানগরে অধিদপ্তরের তিনটি টিম বাজার অভিযান পরিচালনা করে। এ ছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অধিদপ্তরের ৪৩টি টিম ৮৫টি প্রতিষ্ঠানকে মোট পাঁচ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।