ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থনৈতিক অঞ্চল গড়তে বেজার নির্বাহী চেয়ারম্যানের ভোলা পরিদর্শন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
অর্থনৈতিক অঞ্চল গড়তে বেজার নির্বাহী চেয়ারম্যানের ভোলা পরিদর্শন 

ভোলা: সরকারি ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ভোলার দুটি স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউছুফ হারুন।  

বৃহস্পতিবার (৩১ আগস্ট) জেলা সদরের বাগমারা এলাকায় সরকারি অর্থনৈতিক অঞ্চল ও শিবপুর মেঘনা নদীর পাড়ে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হয়।

বেজার নির্বাহী চেয়ারম্যান সাংবাদিকদের জানান, ভোলায় গ্যাসের মজুদ রয়েছে। ফলে এখানে শিল্পায়ন করতে অর্থনৈতিক অঞ্চল বিশেষ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ভোলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে বেজা কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন বিনিয়োগ উন্নয়ন বোর্ডের মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব মো. নিকারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ ও ভোলা বেসরকারি উন্নয়ন কোম্পানি ম্যানেজারসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।