ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বাংলা কিউআর’ কোডে লেনদেনে সীমা উঠলো 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
‘বাংলা কিউআর’ কোডে লেনদেনে সীমা উঠলো 

ঢাকা: বাংলা কিইউআর (কুইক রেসপন্স) কোডে লেনদেনের সীমা উঠে গেলো। এতদিন সর্বোচ্চ লেনদেন সীমা ছিল ২০ হাজার টাকা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সম্পর্কিত সার্কুলার জারি করে ব্যাংক, মোবাইল ফাইনান্সিং সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিসটেম, সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিসটেম অপারেটরদের পাঠিয়েছে।

নির্দিষ্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রিপেইড কার্ড থেকে সব ধরনের আর্থিক লেনদেন করতে সম্প্রতি চালু হয় ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিস্টেম। এ ব্যবস্থার পর আর পেমেন্ট নেটওয়ার্কের আলাদা কিউআর কোড স্ক্যান করতে হয় না।

আগামী ৩০ জুনের মধ্যে ব্যাংকগুলোর অ্যাপে ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিসটেম চালু করতে হবে।

এই পদ্ধতিতে লেনদেনের জন্য একক ব্যক্তিক হিসেবে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা ২০ হাজার টাকা ছিল। বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনায় এই সর্বোচ্চ লেনদেনের সীমা উঠিয়ে নিলো।

তবে সন্দেহভাজন নির্দিষ্ট লেনদেন ও বড় অংকের লেনদেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি ব্যাংকগুলো তাদের সীমা নির্ধারণ করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।