ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালের ৪৯ জন করদাতাকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
বরিশালের ৪৯ জন করদাতাকে সম্মাননা

বরিশাল: নারী করদাতা, তরুণ করদাতা, দীর্ঘমেয়াদি এবং সর্বোচ্চ করদাতা মিলিয়ে চার ক্যাটাগরিতে বরিশালের ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরের বিলাসবহুল একটি হোটেল কর অঞ্চল বরিশালের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর কমিশনার কাজী লতিফুর রহমান।

প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু।

সেরা করদাতা হিসেবে সম্মাননাপ্রাপ্তরা বলেন, সেরা কর দিয়ে সামান্য একটি সার্টিফিকেট বা ক্রেস্ট ছাড়া আমরা কিছুই পাচ্ছি না। তাই আগামীতে সেরা করদাতাদের সিআইপি হিসেবে ঘোষণা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।