ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা জুড়ে বসেছে জাতীয় লোক আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
ত্রিপুরা জুড়ে বসেছে জাতীয় লোক আদালত

আগরতলা (ত্রিপুরা): দীর্ঘদিন ধরে আদালতে জমে থাকা মামলার চাপ কমাতে ত্রিপুরা রাজ্য জুড়ে বসেছে জাতীয় লোক আদালত।

শনিবার (১১ ডিসেম্বর) রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে এই লোক আদালত বসে।

বিশেষ এই আদালতে বিবাহ সংক্রান্ত, দেওয়ানিসহ বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব এস ভট্টাচার্য।

তিনি বলেন, রাজ্য জুড়ে মোট ৫৪টি আদালত বসেছে। এসব আদালতে দুই হাজার ৫৩৮টি মামলা নিষ্পত্তির জন্য নেওয়া হয়েছে। এরমধ্যে আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৭০০টি। প্রাক মামলা এবং বিরোধের সংখ্যা এক হাজার ৮৩৮টি।

এছাড়া উচ্চ আদালতে একটি বেঞ্চে ৩১টি মামলা নিষ্পত্তির জন্য নেওয়া হয়েছে। বাকি আদালতগুলো গঠন করা হয়েছে জেলাতে। এরমধ্যে পশ্চিম জেলার আগরতলায় ১২টি আদালত গঠন করা হয়েছে। লোক আদালতের মাধ্যমে বেশিরভাগ মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে বলে এস ভট্টাচার্য আশা করছেন।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।