ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে পরপর দুইদিন লকডাউন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
পশ্চিমবঙ্গে পরপর দুইদিন লকডাউন ফাইল ছবি

কলকাতা: চলতি মাসে লকডাউন পর্বে এই প্রথম পরপর দুইদিন লকডাউনের মুখে পশ্চিমবঙ্গ।  

বৃহস্পতিবার এবং শুক্রবার (২০ ও ২১ আগস্ট) রাজ্যজুড়ে লকডাউন চলবে।

 

এ পর্যন্ত এক দিনের লকডাউনগুলো সফল হলেও রাজ্যবাসীকে টানা দুইদিন ঘরবন্দি করে রাখা যাবে কি না, তা নিয়ে উদ্বেগে ছিল সরকারের।

রাজ্যে নিম্নচাপের জেরে চলছে অবিরাম বৃষ্টি অপরদিকে আগের দিনগুলোর মতো এবারেও নিয়ম না মেনে অকারণে বাইরে বেরোলে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ ও প্রশাসন। ফলে শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। বাদ নেই জেলাগুলোতেও। শহর জুড়ে চলছে চেকিং।

শহরে পথচলতি মানুষ থেকে আরম্ভ করে প্রাইভেট গাড়িতে যারা যাতায়াত করছেন, তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করছেন পুলিশকর্মীরা। উপযুক্ত কারণ ছাড়া যারা বাইরে বের হয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ।

স্তব্ধ গোটা শহর। সরকারি ও বেসরকারি অফিস, সব ধরনের পরিবহন পরিষেবা, দোকানপাট, বাজার-হাট সবকিছুই বন্ধ। একই ছবি রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে থাকছে নজরদারিও।  তবে সার্বিকভাবে জরুরি পরিষেবা, স্বাস্থ্য পরিষেবায় ছাড় দেওয়া আছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ভিএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।