ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপি নেতার ওপর হামলার প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
বিজেপি নেতার ওপর হামলার প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ-মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) ত্রিপুরা প্রদেশ সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজ্যব্যাপী বিক্ষোভ-মিছিল কর্মসূচি পালন করেছে দলের নেতা-কর্মীরা। শনিবার (১৫ অক্টোবর) এ বিক্ষোভ-মিছিল করেন নেতা-কর্মীরা।

বিকেলে আগরতলা শহরের পাশাপাশি মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনের সামনেও বিক্ষোভ-মিছিল করে বিজেপির নেতা-কর্মীরা। পরে পুলিশ তাদের সরিয়ে নিয়ে যায়।

বিক্ষোভ-মিছিল থেকে বিজেপির নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানেও বিক্ষোভ-মিছিল করেন তারা।

এর আগে শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বিজেপি’র ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব’র ওপর হামলার চালায় দুর্বৃত্তরা। রাজধানীর কৃষ্ণনগর’র নতুনপল্লী এলাকার তার বাসভবনেও হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়া তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরেরও অভিযোগ রয়েছে।

এ ঘটনার জন্য ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দায়ী করেন বিজেপির নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এসসিএন/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।