ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভবানীপুরে এগিয়ে মমতা, নারায়ণগড়ে সূর্যকান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ১৯, ২০১৬
ভবানীপুরে এগিয়ে মমতা, নারায়ণগড়ে সূর্যকান্ত

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ভবানীপুরে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। আর নারায়ণগড় আসনে এগিয়ে আছেন সিপিএমের রাজ্য শাখার সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

ভোট গণনা কেন্দ্রের ফলাফলে মমতার জয়ের খবর স্পষ্ট হতেই তার বাড়ির সামনে জড়ো হতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

ভোট গণনা শুরুর দুই ঘণ্টার মধ্যে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ জানা যায়, এখন পর্যন্ত ২১০ আসনে এগিয়ে ‍আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। ৭০টি আসনে এগিয়ে বামপন্থি সিপিএম ও জাতীয় কংগ্রেস জোটের প্রার্থী। এছাড়া, বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে ১০টি আসনে।

নির্বাচনে মমতা-সূর্যকান্তের আসন ছাড়াও গুরুত্বপূর্ণ অন্য আসনগুলোর মধ্যে জানা যাচ্ছে, কলকাতার পার্শ্ববর্তী সল্টলেকে এগিয়ে আছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী অরুণাভ ঘোষ। নিজের আসনে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ও।

নিজ নিজ আসনে এগিয়ে আছেন বিজেপির রাজ্য শাখার সভাপতি দিলীপ ঘোষ, সাবেক সভাপতি রাহুল সিনহাও।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
ভি.এস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।