ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে নারী দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে নারী দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। মঙ্গলবার (৮ মার্চ) এ উপলক্ষে হাইকমিশনে কর্মরত নারীদের সঙ্গে যোগ দিলেন কর্মকর্তাদের স্ত্রীরাও।



নিজেদের উদ্যোগে, নিজেদের আয়োজনে এ বিশেষ দিনটিকে তারা পালন করেন। প্রথমে দিবসটি উপলক্ষে  কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এরপর তারা নারীদের সামাজিক অবস্থান, দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা এবং নারীদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের মধ্যে দিয়ে কমিশনে কর্মরত দুই নারী কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের স্ত্রীরা যথার্থভাবে নারীদের অধিকার এবং মুক্তির বিষয়গুলি তুলে ধরেন। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ছিলো প্রাণবন্ত ও আনন্দে উদ্ভাসিত।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।