ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের কাজ দেখলেন উপ-হাইকমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের কাজ দেখলেন উপ-হাইকমিশনার

কলকাতা: শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়য়ে বাংলাদেশ ভবনের কাজ দেখলেন বাংলাদেশের উপ-হাইকমিশনারসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল। বিশ্বভারতীর অধ্যক্ষ স্বপন দত্ত বাংলাদেশের প্রতিনিধি দলকে ঘুরিয়ে দেখান।



বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের প্রতিনিধিদের যথাসময়ে ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার বিষয়টি আশ্বস্ত করেন।

উপ-হাইকমিশনার জকি আহাদ ঘুরে দেখে কাজের অগ্রগতি বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

শান্তিনিকেতনে দুই বিঘা জমির উপর ‘বাংলাদেশ ভবন’ নির্মাণের কাজ শুরু হয়েছে। এ ভবনে থাকবে সভাকক্ষ, পাঠাগার, ক্যাফেটেরিয়াসহ আরও সুযোগ-সুবিধা।

এর মধ্যে ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভবন তৈরির সম্পূর্ণ অর্থ (২৫ কোটি টাকা) দেওয়া হয়েছে। ভবনের কাজ করছে ভারতীয় সংস্থা এনবিসিসি।

বাংলাদেশের প্রতিনিধি দলে উপ-হাইকমিশনার ছাড়াও ছিলেন- দুতাবাস প্রধান মিয়া মো. মইনুল কবির, কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) ফারুখ খান, প্রথম সচিব (বাণিজ্য) সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৬
ভিএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।