ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত সরকারের বাজেট নিয়ে সিপিআই’র ক্ষোভ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
ভারত সরকারের বাজেট নিয়ে সিপিআই’র ক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ২০১৬-১৭ অর্থবছরে ভারত সরকারের সাধারণ বাজেট ও রেল বাজেট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সিপিআই (এম)।

দলটির অভিযোগ, এ বাজেট দেশের সাধারণ মানুষের স্বার্থপরিপন্থি ও ধনীদের স্বার্থের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।



বাজেটের প্রতিবাদ জানিয়ে বুধবার (২ মার্চ) আগরতলায় বিক্ষোভ মিছিল করেছে দলটির সদর মহকুমা কমিটি। মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিদর্শন করে।

মিছিল শেষে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে (মোড়) এক পথসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, সিপিআই (এম) বিধায়ক রতন লাল দাস, সদর মহকুমা কমিটির সম্পাদক সুভাশিষ গাঙ্গুলি, ডিওয়াইএফ আইয়ের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তীসহ অন্য নেতারা।

সভায় নেতারা বাজেট ইস্যুতে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।