ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মথুরায় বিজেপির যুব সমাবেশে যোগ দিচ্ছে ত্রিপুরার প্রতিনিধি দল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
মথুরায় বিজেপির যুব সমাবেশে যোগ দিচ্ছে ত্রিপুরার প্রতিনিধি দল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

আগরতলা: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ মার্চ থেকে ভারতের উত্তরপ্রদেশের মথুরা শহরে দুই দিনব্যাপী যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে যোগ দেবেন ত্রিপুরা রাজ্য বিজেপি এবং যুব মোর্চার মোট ২শ’জন প্রতিনিধি।

মঙ্গলবার (১রা মার্চ) দুপুরে আগরতলা থেকে ৩টি বাসে করে একটি প্রতিনিধি দল গৌহাটির উদ্দেশে রওনা দেন।

অপর দিকে এদিন উত্তর জেলা থেকেও আরও ৩টি বাসে করে একটি দল গৌহাটির উদ্দেশে রওয়ানা হন। রাজ্যের গোটা টিম গৌহাটি পৌঁছে ট্রেনে করে মথুরা যাবেন।
আগরতলা থেকে টিমটি যাত্রা শুরু করার আগে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমকে জানান, এই সমাবেশে সারা দেশ থেকে মোট ২ হাজার যুবক উপস্থিত হবেন। সমাবেশে ভারত সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের বিষয়ে নানা তথ্য তুলে ধরবেন সরকারি আধিকারিকরা।

কেন্দ্রীয় সরকারের বেশির ভাগ উন্নয়ন মূলক প্রকল্প ত্রিপুরা রাজ্যে কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ করেন বিপ্লব কুমার দেব। সমাবেশে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।