ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুরেরর জমি বণ্টন স্থগিত রাখতে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ২৯, ২০১১
সিঙ্গুরেরর জমি বণ্টন স্থগিত রাখতে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ

কলকাতা: সিঙ্গুর জমি সংক্রান্ত মামলায় টাটা মোটরসের জমি বণ্টন নিয়ে বুধবার রাজ্য সরকারকে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

এদিন সকাল ১০টায় সুপ্রিম কোর্টের বিচারপতি পি সদাশিবম এবং এ কে পট্টনায়েকের ভ্যাকেশন বেঞ্চে সিঙ্গুরের জমি নিয়ে টাটা মোটরসের আবেদনের শুনানি শুরু হয়।



আদালতে টাটার পক্ষে আইনজীবী সমরদিত্য পাল বলেন,‘এ মামলা চলা কালেই রাজ্য সরকার কৃষকদের জমি বণ্টনের কাজ শুরু করে দিয়েছে। এ কারণে আমরা স্থগিতাদেশ চাইছি। ’

জবাবে রাজ্য সরকারের আইনজীবী বলেন, ‘সরকার এখনই কাউকে জমি দিচ্ছেন না। জমি জরিপের কাজ চলছে। ’

তখন বিচারপতি রাজ্য সরকারকে বলেন,‘জমি জরিপের কাজ চলতে পারে। তবে জমি বণ্টনের কোনও কাজ করা যাাবে না, যতক্ষণ পর্যন্ত আদালতে কোনও রায় না হয় না। সেইসঙ্গে জমির বর্তমান অবস্থার ওপর স্থগিতাদেশ জারি করা হল। ’

হাইকোর্টে এ মামলাকে  দ্রুত শেষ করার নির্দেশ দেন এদিন সুপ্রিম কোর্ট।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।