ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের সুন্দরবনে ২ বাঘিনীকে ছেড়ে দেওয়া হল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুন ২৮, ২০১১
ভারতের সুন্দরবনে ২ বাঘিনীকে ছেড়ে দেওয়া হল

কলকাতা: জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা ২ বাঘিনীকে সোমবার ভারতীয় অংশের সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

গত শনিবার দক্ষিণ ২৪ পরগণার গোসবার ইমলিবাড়ির চার নম্বর গ্রামে একটি বাঘিনী ঢুকে পড়ে।



এরপর রোববার আবার ওই এলাকার সোনারগাঁও গ্রামে ঢুকে পড়ে আরেকটি বাঘিনী। দুটোকেই বন বিভাগের কর্মীরা খাঁচায় টোপ দিয়ে ধরে ফেলেন।

পরে সোমবার সকালে বাঘিনী দুটিকে খাঁচায় নিয়ে লঞ্চে করে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। এরপর একটিকে চামটার তিন নম্বর জঙ্গলে ও অন্যটিকে নেতাধোপানির দুই নম্বর জঙ্গলে ফের ছেড়ে দেওয়া হয়।

জঙ্গলে অবমুক্ত করার সময় ২টি বাঘিনীই সুস্থ ছিল বলে জানিয়েছে রাজ্যের বন মন্ত্রক।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।