ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাপ্তাহিক ছুটির দিনে টিআইটি পরিদর্শনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
সাপ্তাহিক ছুটির দিনে টিআইটি পরিদর্শনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা: রোববার (৩১ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে ত্রিপুরার পশ্চিম জেলার নরসিংগড়স্থ ত্রিপুরা ইন্সটিটিউট অব টেকনোলজি (টিআইটি) পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

টিআইটিতে ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা এনবিসিসি ২২ হাজার ৮৮৭ বর্গমিটার জায়গার উপর একটি নতুন সর্ব সুবিধাযুক্ত নতুন ভবন নির্মাণ করছে।

এটির নির্মাণ খরচ ধরা হয়েছে ১১৭ কোটি ৪৭ লাখ রুপি।

নির্মাণাধীন ভবনটি ঘুরে দেখার সময় এনবিসিসি’র কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে ভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করেন। পরে মানিক সরকার টিআইটি’র কম্পিউটার সায়েন্স ভবনে এক পর্যালোচনা বৈঠক করেন। ইন্সটিটিউটের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে জানান, এখন এখানে ডিগ্রি কোর্সে মোট ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া ডিপ্লোমা কোর্সে রয়েছেন ৬শ’ ৯০ জন শিক্ষার্থী।

পর্যালোচনা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ইন্সটিটিউট মাঠে প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গাও ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।