ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে প্রাথমিক শিক্ষায় কবিগুরুর ‘সহজ পাঠ’ ফিরিয়ে আনছেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুন ২০, ২০১১
রাজ্যে প্রাথমিক শিক্ষায় কবিগুরুর ‘সহজ পাঠ’ ফিরিয়ে আনছেন মমতা

কলকাতা: বামফ্রন্ট আমলে প্রাথমিক শিক্ষা থেকে বিদায় নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজ পাঠ’ আবার প্রাথমিক শিক্ষার সিলেবাসে ফিরিয়ে আনার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সোমবার বিধানসভায় তিনি বলেন, ‘১৯৬৯ সালে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে এই বইটি আবশ্যিক হিসাবে চালু হয়েছিল।

পরে ১৯৮০-এর দশকে তা তুলে দেওয়া হয়। কারণ, তৎকালীন বামফ্রন্ট সরকারের বক্তব্য ছিলো- প্রাসঙ্গিকতা হারিয়েছে প্রাথমিক পাঠের এই বই। আমরা তা মনে করি না বলে, আবার তা চালু করা হল। ’

প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘স্কুলের বর্তমান সিলেবাসে শিশুদের ওপর বইয়ের বোঝা বড্ড বেশি। কিভাবে এটা কমানো যায় তার জন্য দ্রুত একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হবে। ’

তিনি আরও বলেন,‘ শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত করে গড়ে তোলা হবে। ইংরেজি শিক্ষায় জোর দেওয়া হবে, যাতে আমাদের রাজ্যের ছাত্ররা অন্য রাজ্যের ছাত্রদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।