ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, আহত ১০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, জুন ২০, ২০১১
পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, আহত ১০

কলকাতা: রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জেলার ক্যানিং। সেখানে সিপিএম-তৃণমূল সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পরই এলাকায় নামানো হয়েছে র‌্যাফ।

রোববার দুপুরে ক্যানিংয়ের জীবনতলা থানার অর্ন্তগত ফকিরটোকিয়া গ্রামে তৃণমূল ও সিপিএম সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনার পরই সন্দেশখালি, বাসন্তি ও ক্যানিং থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। একই সঙ্গে নামানো হয়েছে র‌্যাফ। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে, তা এখনও জানা যায়নি। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তৃণমূলের অভিযোগ, এই ঘটনায় তৃণমূলের ১০ জন সমর্থক আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।