ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাঙালি সাংবাদিক খুন

মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট

সিনিয়ার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুন ১৭, ২০১১
মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট

কলকাতা: এক সপ্তাহ হতে চলল। সাংবাদিক জ্যোর্তিময় দে খুনের রহস্যের এখনও কোনো কিনারা হলো না।

এ নিয়ে অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্র সরকার। সরকারের উদ্বেগ বাড়িয়ে দিয়ে মুম্বাই হাইকোর্ট রিপোর্ট তলব করেছে।

খুনের যাবতীয় তদন্ত রিপোর্ট আগামী ২১ জুনের মধ্যে আদালতে জমা দিতে মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি অ্যান্টর্নি অ্যাডভোকেট জেনারেল রবীন্দ্র এম খাদমকে আদালতে হাজির হতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত বৃহস্পিতবার এ আদেশ দেন।

এদিকে গতকালই সাংবাদিক খুনের তদন্তে নেমে তিনজন সন্দেহভাজনকে আটক করেছিল মুম্বাই পুলিশ। দীর্ঘ জেরার পর আনোয়ার, মতিন ইকবাল হাতেলা এবং শেখ নামের ধৃত তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে- খুনের ঘটনায় জড়িত রয়েছে ছোটা শাকিল গ্রুপের লোকজন।

উল্লেখ, গত শনিবার প্রকাশ্য দিবালোকে খুন হন ‘মিড ডে’ দৈনিকের ক্রাইম রিপোর্টার জ্যোতির্ময় দে। এরপরই নাগরিক সমাজ থেকে শুরু করে বিরোধী দল সবাই সিবিআই তদন্তের দাবি জানায়। যদিও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথি¦রাজ চহ্বন সিবিআই তদন্তের দাবি উড়িয়ে দিয়েছেন। তবে সাংবাদিকদের নিরাপত্তার জন্য বিশেষ আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।