ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ফের বামপন্থার উত্থান হবে: অশোক মিত্র

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুন ১৬, ২০১১
পশ্চিমবঙ্গে ফের বামপন্থার উত্থান হবে: অশোক মিত্র

কলকাতা: কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে ফের বামপন্থার উত্থান হবে বলে মনে করছেন রাজ্যের সাবেক অর্থমন্ত্রী ড. অশোক মিত্র।

বুধবার কলকাতায় সিপিএম’র ছাত্র সংগঠন এসএফআই’র উদ্যোগে মৌলালি যুবকেন্দ্রে ‘অনিল বিশ্বাস স্মারক বক্তৃতাকালে প্রবীণ এ অর্থনীতিবিদ এ কথা বলেন।



অশোক মিত্র বলেন, ‘রাজ্যের নির্বাচনী ফলাফলের বিচারে বামেদের পরাজয় হয়েছে ঠিকই, কিন্তু বামপন্থা পিছু হটেছে এমন মনে করার কোনও কারণ নেই। বামপন্থার যে জয়যাত্রা স্বাধীনতার পরবর্তীকালে শুরু হয়েছিল তা অব্যাহতই আছে। ’

বামপন্থিরাই একমাত্র গরীব মানুষের পক্ষের শক্তি দাবি করে তিনি আরও বলেন, ‘গরীব মানুষের পাশে থেকে চিরকাল বামেরা যে জীবন-জীবিকার লড়াই চালিয়ে এসেছে, সেই পথেই অগ্রসর হতে হবে। সেক্ষেত্রে চিরকালই ছাত্ররা যে অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন সেই সংগ্রামী ঐতিহ্যকে বহন করে যেতে হবে। ’

তিনি আরও বলেন, ‘গরীব মানুষের পাশে থেকেই বামেদের সাফল্য এসেছে। কঠিন অধ্যবসায়ের মাধ্যমেই আবারও পুনরুত্থান হবে বামপন্থার। গরীব মানুষকে পথ দেখিয়েছে বামপন্থীরা। গ্রামের মানুষের হাতে ক্ষমতা দিয়ে স্মরণীয় ইতিহাস তারা তৈরি করেছে। ’

বামফ্রন্ট আমলে শিল্প হয়নি এ অভিযোগও উড়িয়ে দেন অশোক মিত্র।

তিনি বলেন, ‘এ রাজ্যে বিনিয়োগ হয়নি। এটা সত্যি নয়। ভূমি কৃষকদের জমি দিয়েছে তারা। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বামফ্রন্টের নেতৃত্বে পশ্চিমবঙ্গে ভালো কাজ হয়েছে। বেকার ভাতা দেওয়ার কাজও ভারতে প্রথম শুরু করে তারা। ’

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।