ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাওবাদী এলাকার উন্নয়নে মাস্টার প্ল্যান হচ্ছে

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুন ৬, ২০১১
মাওবাদী এলাকার উন্নয়নে মাস্টার প্ল্যান হচ্ছে

কলকাতা: রাজ্যের মাওবাদী প্রভাবিত এলাকার উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে ভাবতে চলছে রাজ্যের নয়া সরকার।

রাজ্যের ৫টি জেলার উন্নয়নের পরিধি বাড়িয়ে কাজে নামছে পশ্চিমাঞ্চল উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রক।

তৈরি করা হচ্ছে একটি মাস্টার প্ল্যান।

সোমবার সকালে রাজ্যের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী মনীশ গুপ্ত মহাকরণে সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ এ বিষয়ে একটি বৈঠক হবে। নতুন করে মাওবাদী প্রভাবিত জেলাগুলোর সমস্ত পরিস্থিতি বিচার করে দেখা হবে। আগের মতো করে সার্বিক উন্নয়ন কাজ করলে চলবে না, নতুন করে ভাবতে হবে। ’

এ এলাকার উন্নয়নের পরিধি বাড়ানোর কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি।

ক্ষমতায় আসার পর যে দু’টি বড় সমস্যার সমাধানসূত্র খুঁজে বার করার আশ্বাস রাজ্যবাসীকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পাহাড় ও মাওবাদী সমস্যায় পরিকল্পনামাফিক এগুতে চায় সরকার।

এ ব্যাপারে পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা বলেন, ‘আমরা এরই মধ্যে ৫ জেলার জেলাশাসকদের মাওবাদী এলাকার মানুষদের কী কী চাহিদা তার খোঁজখবর নিয়ে একটি করে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। এ রিপোর্টগুলো এলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ’

তবে সংশ্লিষ্ট মহলের মতে, এ এলাকার প্রথম ও প্রধান সমস্যা পরিকাঠামো। যোগাযোগ ব্যবস্থাও উন্নত নয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।