ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজবন্দিদের মুক্তি নিয়ে কমিশন গড়লেন মমতা ব্যানার্জি

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জুন ৫, ২০১১
রাজবন্দিদের মুক্তি নিয়ে কমিশন গড়লেন মমতা ব্যানার্জি

কলকাতা: রাজনৈতিক কারণে বিধানসভা ভোটের আগে ও পরে যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলে বিচারধীন আছেন বা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের অপরাধ নতুন করে খতিয়ে দেখার জন্য কমিশন গড়ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শনিবার সন্ধ্যায় মহাকরণে মমতা ব্যনার্জি সংবাদমাধ্যমকে বলেন, ‘ বিচারাধীন রাজবন্দিদের মুক্তি বিষয়ে একটি কমিশন গঠন করা হয়েছে।

তিন মাসের মধ্যে কমিশনকে রির্পোট দিতে বলা হয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ’

এদিন আয়লার ক্ষতিগ্রস্তদের নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘ আয়লার ক্ষতি মোকাবিলার জন্য একটি বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এবিষয়ে পূর্ত, নগর উন্নয়ন সহ বিভিন্ন মন্ত্রকের সঙ্গে কথা বলা হচ্ছে। ’

মুখ্যমন্ত্রী আরও জানান, ‘ রাজ্যের বিভিন্ন নদী সংস্কার নিয়ে অ্যাকশান প্লান নেওয়া হয়েছে। কেন্দ্রিয় সরকারের কাছে প্রাপ্য টাকা পাওয়া গেলে দ্রুত উন্নয়নের কাজে নামা হবে। ’


ভারতীয় সময়: ০১১০, জুন ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।