ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শপথ নিলেন জনমুক্তি মোর্চার ৪ বিধায়ক

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ২৭, ২০১১
শপথ নিলেন জনমুক্তি মোর্চার ৪ বিধায়ক

কলকাতা: পৃথক রাজ্যের দাবিদার দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার ৩ বিধায়ক ও তাদের সমর্থিত একজন নির্দল বিধায়ক রাজ্য বিধানসভায় শপথ নিয়েছেন বৃহস্পতিবার।

বিধানসভায় এদের শপথ ব্যাক্য পাঠ করান প্রোটেম স্পিকার জ্ঞান সিং সোহন পাল।



এই বিধায়কদের মধ্যে ছিলেন কালিম্পং আসনের হরকা বাহাদুর ছেত্রী, দার্জিলিং শহর আসনের তিলক দেওয়ান, কার্শিয়াং আসনের রোহিত শর্মা ও জলপাইগুড়ি জেলার কালচিসি আসানের মোর্চা সমর্থিত নির্দল বিধায়ক উইলসন চম্পামারি।

এরা ৪ জনই নেপালী ভাষায় শপথ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মোর্চা নেতা রোশন গিরি জানান, ‘নয়া সরকারকে সমর্থন জানিয়ে তারা বিধানসভায় থাকবেন। ’

এরপর নবনির্বাচিত মোর্চা বিধায়করা মহাকরণে সন্ধ্যা ৬টায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। তারা একান্তে বৈঠক করেন এদিন।

এদিন মোর্চার বিধায়ক ও নেতারা মমতার কাছে বেশ কয়েকটি দাবি পেশ করেন।

বৈঠক শেষে রোশন গিরি জানান, তারা সিপচুতে পুলিশের গুলি চালানোর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। হিল কাউন্সিলের অস্থায়ী কর্মীদের স্থায়ী করার কথা বলেছেন এবং সেই সঙ্গে জিএনএলএফ নেতা সুভাষ ঘিসিংয়ের সরকারি নিরাপত্তা সরানোর দাবি করেছেন।

এছাড়াও মমতার সঙ্গে তাদের পাহাড়ের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
 
জানা গেছে, মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন, পাহাড়ের সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা হবে।

এদিন মমতা ব্যানার্জিকে দার্জিলিং সফরেরও আমন্ত্রণ জানান মোর্চা নেতারা।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।