ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার এনআইএ দপ্তরের বিস্ফোরণ ‘শব্দবাজি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
কলকাতার এনআইএ দপ্তরের বিস্ফোরণ ‘শব্দবাজি’ ফাইল ফটো

কলকাতা: কলকাতায় ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইভেস্টিগেশন (এনআইএ) দপ্তরের সামনে বিস্ফোরণ হয়নি। কেউ ‘শব্দবাজি’ ফাটিয়েছিলো বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।



মঙ্গলবার (১১ নভেম্বর) এ তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিধান নগর কমিশনারেটের পুলিশ কমিশনার রাজীব কুমার।

তিনি জানান, কে বা কারা এ ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণে ওই সময়ে ওই রাস্তার উপর দিয়ে যাওয়া গাড়ির চালকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার (১০ নভেম্বর) রাতে কলকাতায় এনআইএ’র অস্থায়ী দপ্তরের সামনে বিকট শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে এটা কোনো বিস্ফোরণ বলে মনে করা হয়েছিলো।

এ দপ্তরেরই বন্দি বর্ধমান বিস্ফোরণে যুক্ত সন্দেহভাজন জঙ্গিরা। দপ্তরের ভিতরেই তাদের জেরা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা,  নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।