ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘গাড়িওয়ালা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘গাড়িওয়ালা’

কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে আশরাফ শিশির পরিচালিত ‘গাড়িওয়ালা’। কলকাতা চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।



মিডিয়া এইড বাংলাদেশ প্রযোজিত ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) কারিগরি সহায়তায় তৈরি ৯০ মিনিটের ছবিটি কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।

কলকাতা চলচ্চিত্র উৎসবের শিশু বিভাগে এই ছবি দেখানো হবে বলে জানা যায়।

ছবিটিতে রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদের পাশাপাশি অভিনয় করেছে মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধসহ এক ঝাঁক শিশুশিল্পী।

দুই ভাই ও তাদের মায়ের গল্প নিয়ে ‘গাড়িওয়ালা’ ছবির কাহিনী গড়ে উঠেছে। প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে তারা কীভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল, সেই অপরাজিত গাড়ির  গল্প  নিয়েই এই চলচ্চিত্র তৈরি করা হয়েছে।

চলচ্চিত্রটি নিয়ে ইতোমধ্যেই যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে কলকাতার চলচ্চিত্র প্রেমীদের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।