ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শারদ উৎসবে কলকাতায় এক টিকিটে সারাদিন ভ্রমণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪
শারদ উৎসবে কলকাতায় এক টিকিটে সারাদিন ভ্রমণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: শারদ উৎসবকে কেন্দ্র করে নতুন সেবার ঘোষণা দিয়েছে কলকাতা ট্রাম কোম্পানি।

এ সেবার আওতায় একটি মাত্র টিকিটে পূজার দিনগুলিতে দিনভর বিভিন্ন মণ্ডপে ঘুরতে পারবেন দর্শনার্থীরা।



কলকাতার যে জায়গাগুলিতে ট্রাম যায় সেখানে ট্রামে আর যে জায়গাগুলোতে ট্রাম লাইন নেই সে জায়গায় ট্রাম কোম্পানির নিজস্ব বাসে চড়ে ভ্রমণ করা যাবে।

আর এ সব বিশেষ সেবার টিকিট ৫ সেপ্টেম্বর থেকেই অগ্রিম ক্রয় করতে পারবেন ভ্রমণে ইচ্ছুকরা।

প্রতিদিনের টিকিটের দাম শুরু ৪০ রুপি। আর এ টিকিট কাটলেই যে কেউ ট্রাম কোম্পানির নির্দিষ্ট করে দেওয়া পথে দেখতে পাবেন কলকাতায় অনুষ্ঠিত পূজাগুলো।

ট্রাম কোম্পানির পক্ষ থেকে জানা যায়, ব্যাসায়ীক পরিকল্পনায় নয়। শারদ উৎসবে কলকাতায় বহু মানুষ আসেন বাইরে থকে। মূলত তাদের সুবিধার কথা ভেবেই এ পরিকল্পনা করা হয়েছে।

তাদের আশা ট্রাম কোম্পানির এই অভিনব পরিকল্পনায় সাড়া দেবেন কলকাতায় শারদ উৎসব দেখতে আসা মানুষরা।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।