ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজয় দিবস পালিত হল ত্রিপুরাতেও

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে ত্রিপুরাতেও। বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল নানাবিধ কর্মসূচি।



দিবসটি উপলক্ষে আগরতলার প্রাণকেন্দ্র পোষ্টঅফিস চৌমুহনী এলাকায় বিজয় স্মারকে হয়েছে শহীদ স্মরণ অনুষ্ঠান। এখানেই আছে ‘বিজয় স্তম্ভ’। বিজয় দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি এই বিজয় স্তম্ভের পাদদেশেই হয়ে থাকে। এখানে ৭১’র যুদ্ধে শহীদ হওয়া সেনাদের স্মরণ করেন আগরতলাবাসী। ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা দেন শোক সেলামি।

রাজ্যের বিজয় স্মারকে এদিন সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যপাল দেবানন্দ কোয়ার।

তাছাড়া ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এবং বিজিবি জওয়ানরা একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।  

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।