ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ৮২ মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩

কলকাতা: বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কলকাতায় ৮২  মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কলকাতার ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবসের এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হবে বলে জানিয়েছে ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষ।

এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।

ভারতের পূর্বাঞ্চলীয় সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত জানান, অনুষ্ঠানে ভারতের প্রাক্তন সেনা কমান্ডারগণ ছাড়াও মুক্তিযুদ্ধে বাংলাদেশের ৬ সেনা কমান্ডার উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের জন্য বিজয় স্মারকে শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে বলেও জানান তিনি।

প্রতি বছর কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠান সাধারণত ফোর্ট উইলিয়ামেই অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়:  ১২৪৫ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: জাকির, নিউজরুম এডিটর/সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।