ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

খাদ্য উৎপাদন এবং উৎপাদনশীলতায় জাতীয় পুরস্কারে ভূষিত ত্রিপুরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): খাদ্য উৎপাদন এবং উৎপাদনশীলতায় জাতীয় ক্ষেত্রে পুরস্কৃত হলো ত্রিপুরা।

মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে রাজ্যের কৃষিমন্ত্রী অঘোর দেব বর্মার হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।



বিশেষ শ্রেণীভুক্ত রাজ্যের মধ্যে আগেই দেশের মধ্যে কৃষিকর্মন পুরস্কার পেয়েছিল ত্রিপুরা। এবার পেলো খাদ্য উৎপাদন এবং উৎপাদনশীলতায় বিশেষ শ্রেণীভুক্ত রাজ্যের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।

পুরস্কার হিসেবে ত্রিপুরাকে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির প্রশংসাপত্র এবং ২৫ লাখ টাকার চেক। সঙ্গে দেওয়া হয়েছে একটি ট্রফিও।

এক সময় কৃষিতে ঘাটতির রাজ্য ছিল ত্রিপুরা। অভাব অনাহারে মৃত্যু ছিল নিত্যদিনের ঘটনা। সেই রাজ্যই এখন কৃষিক্ষেত্রে সমৃদ্ধ।

পুরস্কার পাওয়ার পর কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা জানিয়েছেন, এ সাফল্য রাজ্যের সব কৃষকদের কারণে সম্ভব হয়েছে। প্রশংসা তাদেরই প্রাপ্য।

উল্লেখ্য, ২০১১-১২ অর্থবছরে রাজ্যে খাদ্যশস্য উৎপাদন হয়েছে ৭ দশমিক ৩০ ল‍াখ মেট্রিক টন। গত পাঁচ বছর এ উৎপাদন বাড়ছে ধারাবাহিকভাবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩
প্রতিবেদন: তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: আসিফ আজিজ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।