ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় কংগ্রেস ও আইএনপিটির সমঝোতা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৩

আগরতলা (ত্রিপুরা):  শেষ পর্যন্ত নির্বাচনী জোট সম্পন্ন হলো কংগ্রেস এবং ইন্ডিজিনাস ন্যাশনালিস্ট পার্টি অব ত্রিপুরার (আইএনপিটি)মধ্যে। দুই দলের নেতারা সংবাদ সম্মেলন করে জোটের এ ঘোষণা দিয়েছেন।



আইএনপিটি ত্রিপুরার একটি আঞ্চলিক দল। উপজাতি অংশের মানুষকে নিয়ে তাদের সংগঠন।

গত প্রায় এক দশক ধরে রাজ্যে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে এ দলটি কংগ্রেসের সঙ্গে নির্বাচনী আঁতাত করছে। এবার আসন সমঝোতা নিয়ে দুই জোট শরিকের মধ্যে কিছুটা মতান্তর হয়।

আইএনপিটি দাবি করেছিল, ১৫টি আসন। কংগ্রেস বেশি আসন আইএনপিটি-র জন্য ছাড়তে রাজি ছিল না। এ নিয়ে গত ৬ মাস ধরে দুই জোট শরিকের মধ্যে তীব্র টানাপোড়েন চলে।

শেষপর্যন্ত কংগ্রেসের দিল্লির নেতারা ১২টি আসন খালি রেখে বাকি আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে। গত দুদিন ১২ আসন নিয়েও আইএনপিটির মধ্যে অসন্তোষ চলে। অবশেষে উভয়দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে আইএনপিটি ১২টি আসনেই প্রার্থী দিতে রাজি হয়।
 
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেস এবং আইএনপিটি-র এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন থেকে জোট গড়ার কথা জানানো হয়। কংগ্রেসের সঙ্গে জোট গড়লেও এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি আইএনপিটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস দলনেতা রতন লাল নাথ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি সুদীপ রায় বর্মন, বিধায়ক রতন চক্রবর্তী, আইএনপিটি-র সভাপতি বিজয় রাঙ্খল ও সাধারণ সম্পাদক জগদীশ দেব্বর্মাসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৩
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।