ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা- আখাউড়া রেলপ্রকল্পের টাকা সরালো কেন্দ্রীয় সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে বরাদ্দ করা টাকা সরিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে রাজ্যের প্রশাসনিক মহল হতবাক।

ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

উত্তরপূর্ব রেলওয়ে সূত্রে টাকা সরিয়ে নেওয়ার এ খবর জানা গেছে।
 
এমনিতেই আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এ প্রকল্প রূপায়নে। এ অবস্থায় প্রকল্পে চলতি অর্থবছরে মাত্র এক কোটি টাকা বরাদ্দ দেয় কেন্দ্রীয় সরকার। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। রেল বাজেটে এই টাকা ধরা হয়েছিলো প্রকল্পের সমীক্ষাসহ কাজ শুরুর জন্য।
 
এর মধ্যে বরাদ্দ করা এক কোটি টাকা সরিয়ে নেওয়া হলো অন্য খাতে। ফলে প্রকল্পের কাজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত প্রশাসন, সাধারণ মানুষ সবাই।
 
প্রকল্পটি নিয়ে প্রচণ্ড আশাবাদী রাজ্যবাসী। কারণ, বাংলাদেশের সঙ্গে তারা বরাবরই আত্মীক সম্পর্ক অনুভব করে। বাংলাদেশের পক্ষেও এ প্রকল্প নিয়ে যথেষ্ট আগ্রহ দেখানো হয়েছে। দুই দেশের বিদেশ মন্ত্রণালয়ই এ প্রকল্পের ব্যাপারে ছাড়পত্র দিয়েছে।

তবে কি কারণে এ প্রকল্পের টাকা কাটা হলো তা জানায়নি রেল মন্ত্রণালয়।
 
রাজ্য সরকারের দাবি মেনে দুই বছর আগেই আগরতলা-আখাউড়া রেল সংযোগের মঞ্জুরি দেয় কেন্দ্রীয় সরকার। প্রকল্পের ব্যয় ধরা হয় ২৭১ কোটি টাকা।

যে রাস্তা দিয়ে রেল যাবে তার এলাইনমেন্টও চূড়ান্ত করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আর দেরি করা যাবে না, এখনই শুরু করতে হবে এ কাজ।

প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। যার মধ্যে বাংলাদেশের ভাগে রেললাইন নির্মাণে অর্থ দেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের দিকে অর্থাৎ ত্রিপুরাতে রেল লাইন নির্মাণে অর্থ দেবে ডোনার মন্ত্রণালয়। আর গোটা কাজটি করবে রেল মন্ত্রণালয়।

তিন মন্ত্রণালয়ের কাজের মধ্যে কোনো সমন্বয় ঘটছে না বলেও দাবি রাজ্য সরকারের।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।