ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ভাস্কর্য প্রদর্শনী সোমবার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): প্রথম বারের মতো জাতীয় চিত্র এবং ভাস্কর্য প্রদর্শনী শুরু হতে যাচ্ছে আগরতলায়। আগামী ১৭ তারিখ থেকে রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে শুরু হবে এ প্রদর্শনী।



এবার হচ্ছে ৫৫তম জাতীয় চিত্র এবং ভাস্কর্য প্রদর্শনী। এর আগে মাত্র একবার উত্তর-পূর্বাঞ্চলে এই ধরনের প্রদর্শনী হয়েছে। সেটা ২০০০ সালে গৌহাটিতে। সেদিক থেকে আগরতলায় এই প্রদর্শনী নিয়ে উৎসাহিত রাজ্যের শিল্পী, বুদ্ধিজীবীরা।

সারা দেশ থেকে চিত্র এবং ভাস্কর্য মিলিয়ে ১৫৪টি মডেল এসেছে এবারের প্রদর্শনীতে। এর মধ্যে স্থান করে নিতে পেরেছে ত্রিপুরার দুটি মডেল। ললিতকলা একাডেমীর ত্রিপুরার সদস্য পার্থ গাঙ্গুলী জানিয়েছেন, প্রদর্শনীতে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় চার হাজার আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১৫৪টি বাছাই করা হয়েছে।

ললিত কলা একাডেমি এই জাতীয় প্রদর্শনীর উদ্যোক্তা। তাদের সহায়তা করছে ত্রিপুরার তথ্য সংস্কৃতি দপ্তর।
এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে বাছাই হওয়া চিত্র এবং ভাস্কর্য আসতে শুরু করেছে রাজ্যে। সেগুলো সাজানো হচ্ছে নজরুল কলাক্ষেত্রে। এ প্রদর্শনী চলবে ২০ দিন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১২
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।