ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঢাকায় শুরু হয়েছে ৩ দিনের ইন্ডিয়ান শো

সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১২
ঢাকায় শুরু হয়েছে ৩ দিনের ইন্ডিয়ান শো

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের ‘ইন্ডিয়ান শো’।

সোমবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ শো’ শুরু হয়েছে।

ভারতীয় পণ্য প্রদর্শণের এ শো’ চলবে বুধবার ৫ ডিসেম্বর পর্যন্ত।

ইন্ডিয়ান শো’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ, ভারতের বাণিজ্য সচিব এস আর রাও, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র(আইবিসিসিআই) সভাপতি আব্দুল মতলুব আহমেদসহ বাংলাদেশ ও ভারতের শীর্ষ ব্যবসায়ী নেতারা।

ভারতীয় শতাধিক শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ শো’তে অংশ নিয়েছেন। মেলার ১০০টি স্টলের মধ্যে ভারতীয় প্রতিষ্ঠানের স্টল রয়েছে ৬০টি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১২
এআই/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।